শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৭৪ Time View

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ১টি পদে ৪৬৪ জনকে নিয়োগ দিবে। আগামী ২৫ জুলাই থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

পদের নাম: নিরাপত্তা প্রহরী।

পদ সংখ্যা: ৪৬৪টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: গ্রেড-২০ (৮২৫০-২০০১০ টাকা)।

বয়সসীমা: ১৭ এপ্রিল তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটের http://bpdb.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১১ এপ্রিল তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের সংশোধিত এ বিজ্ঞপ্তিতে আবেদনের প্রয়োজন নেই।

আবেদন ফি: আবেদন শেষে প্রার্থীকে ১১২ টাকা বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ্ধতিতে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৭ আগস্ট, ২০২৩।

Please Share This Post in Your Social Media

One response to “বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ”

  1. FarikailLok says:

    Заказать спортинвентарь – только в нашем магазине вы найдете качественную продукцию. по самым низким ценам!
    [url=https://sportinventar-moscow.ru]товары для спорта интернет магазин[/url]
    спортинвентарь магазин – [url=http://www.sportinventar-moscow.ru]https://sportinventar-moscow.ru/[/url]
    [url=http://google.co.ug/url?q=http://sportinventar-moscow.ru]https://www.google.mn/url?q=http://sportinventar-moscow.ru[/url]

    [url=https://bakliyatkovasi.net/turkiyede-e-ticaretin-4-yil-icinde-2-3-katina-cikmasi-bekleniyor/#comment-1035]Все для спорта интернет магазин – широкий выбор спортивных инвентарей для футбола, баскетбола, тенниса, бега, фитнеса и многих других видов активностей.[/url] a69f242

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS