মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বৃক্ষরোপণের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দ্বিতীয় কিস্তির ১০ লাখ টাকা প্রদান করেছে।
মার্কেন্টাইল ব্যাংকের সিএসআরের আওতায় গত ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী আগারগাঁওয়ে বেজার প্রধান কার্যালয়ে নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের হাতে ওই চেক হস্তান্তর করেন।
এর আগে গত বছরের জুন মাসে একই খাতে মার্কেন্টাইল ব্যাংক প্রথম কিস্তির ১০ লাখ টাকা প্রদান করেছিল।
এ সময় বেজার নির্বাহী সদস্য (প্রশাসন ও অর্থ), আব্দুল আজিম চৌধুরী, মহাব্যবস্থাপক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হাসান আরিফ ও মার্কেন্টাইল ব্যাংকের এফভিপি ও আরামবাগ শাখা প্রধান পার্থ সরকার এবং এভিপি ও হেড অফ ইন্সটিটিউশনাল ল্যায়াবিলিটি মার্কেটিং ডিভিশন তপন জেমস রোজারিওসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply