ক্ষমতায় যাবার একমাত্র পথ নির্বাচন। তাই সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৬ মে) পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে দেয়া নাগরিক সংবর্ধনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় আসছে সেপ্টেম্বর থেকে ঢাকা-পাবনা সরাসরি এক্সপ্রেস ট্রেন চলাচলের ঘোষণাও দেন তিনি।
বিকালে সংবর্ধনা মঞ্চে পৌঁছালে পাবনাবাসীর পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান নাগরিক কমিটির নেতারা।
পরে, উপস্থিত পাবনাবাসীর উদ্দেশে টানা একঘণ্টা বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি বলেন, ক্ষমতায় যাবার একমাত্র পথ নির্বাচন। সংঘাত ভুলে তাই আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রকে বিকশিত করতে সবাই এগিয়ে আসুন।
এ সময় রাজপথের সহযোদ্ধাদের স্মৃতি তুলে ধরে বঙ্গভবনের বাসিন্দা হবার পথপরিক্রমা নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ‘হঠাৎ করে টপকে গিয়ে বসিনি আসনে।’
রাষ্ট্রপ্রধান তার বক্তব্যে স্পষ্ট জানান, পদ্মা সেতুর দুর্নীতির সময় সরকারের মন্ত্রীদের দেশবিরোধী কর্মকাণ্ডের মধ্যেও তিনি সততা থেকে এক চুল সরে আসেননি।
নাগরিক এই সংবর্ধনায় শুধু পাবনা শহরের নয়, দূরদূরান্ত থেকে হাজারো মানুষ এসে যোগ দিয়েছিলেন নতুন রাষ্ট্রপতিকে বরণের আয়োজনে।
Design & Developed By: ECONOMIC NEWS