কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় প্রেমিকার পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে প্রেমিককে। এ খবর শুনে মারা যান প্রেমিকের বাবা। এ ঘটনায় মামলা হওয়ার চার ঘণ্টার মধ্যে প্রেমিকার বাবা ও চাচাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
সোমবার (৮ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: কুমিল্লা সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে রওশন মিয়া ওরফে মুজা মিয়া (৪০) ও জাহাঙ্গীর মিয়া (৩২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা জেলা সদরের মধ্যম মাঝিগাছা গ্রামের মুজা মিয়ার মেয়ে তন্বী আক্তারের সঙ্গে স্থানীয় চা দোকানদার হিরন মিয়ার ছেলে মোহাম্মদ মাহিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি।
এরই জেরে বৃহস্পতিবার (৪ মে) রাতে মেয়ের বাবা রওশন মিয়া ও চাচা জাহাঙ্গীর আলম ভিকটিম মাহিনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডেকে এনে বেধড়ক মারধর করেন। এ সময় তারা ভিকটিম মাহিনের মাথায় ও বুকে আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা মাহিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা শেষে ৫ মে পরিবারের লোকজন মাহিনকে বাড়িতে নিয়ে যান। ৭ মে দুপুরে মাহিন আবারও অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছেলের মৃত্যুতে শোকাহত বাবা হিরন মিয়াও অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ ঘটনা জানাজানি হলে মেয়ের বাবা, চাচা ও পরিবারের লোকজন আত্মগোপনে চলে যান। পরে মাহিনের মা রুজিনা বেগম রাতেই বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার চার ঘণ্টার মধ্যে রোববার (৭ মে) রাতে কুমিল্লা সদর এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি রওশন মিয়া ওরফে মুজা মিয়া ও ২ নম্বর আসামি জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা মাহিনকে অমানুষিক নির্যাতনের কথা স্বীকার করেছেন।
                                
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply