নিজস্ব প্রতিবেদকঃ ৭ মে বেলা ১২টায়, ১৪,পুরানা পল্টন দারুস সালাম আর্কেট ৭ম তলায়, গণস্বাস্থ্য হোমিও মিলনায়তনে প্রতারকদের কাছ থেকে রোগীদের সাবধান থাকার জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্যান্সার গবেষক ও ক্যান্সার চিকিৎসক, অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার এর প্রতিষ্ঠান গণস্বাস্থ্য হোমিও দীর্ঘ ২৭ বছর যাবত সুনামের সাথে ক্যান্সার চিকিৎসাসহ বিভিন্ন চিকিৎসা সেবায় কৃতিত্বের সাথে অবদান রেখে আসছেন। তারই ধারাবাহিকতায় ডা. সরওয়ার ও তার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য একটি প্রতারক চক্র ইস্টান আরজু টাওয়ার (৫ম তলা) বিজয় নগর, ঢাকায় চেম্বার খুলে জনস্বাস্থ্য হোমিও নাম দিয়ে প্রতিষ্ঠান করে রোগী ও রোগীদের অভিভাবকদের সাথে প্রতারণ করছে এবং ডা. সরওয়ারের বিজ্ঞাপণ, ছবি, ভিডিও, স্বাক্ষাৎকার এবং তার কাছ থেকে চিকিৎসা নিয়ে যে সকল রোগী ভালো হয়েছে তাদের স্বাক্ষাৎকার, পত্র-পত্রিকা, ইউটিউব, ফেসবুকে, অনলাইনে, ভিডিওতে প্রতারকদের মোবাইল নাম্বার ব্যবহার করে রোগী এনে প্রতারণা করছেন।
গণস্বাস্থ্য হোমিওর ক্যান্সার চিকিৎক ডাঃ এস এম সরওয়ারে সাথে নাম মিল থাকায় এই সুযোগটা ব্যবহার করে প্রতারক চক্রের হোতা ডা. সরওয়ার আলম, আনিসুর রহমান আনিস, নুরুল হক রোগীদের ভুল বুঝিয়ে চিকিৎসা দিয়ে রোগীদের সাথে প্রতারণা করছে। গণস্বাস্থ্য হোমিওর সকল কিছু ব্যবহার করে তার কথা বলে রোগী এনে, রোগী ও রোগীর অভিভাবকদের সাথে প্রতারণা করে আসছেন। তাতে করে রোগীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন রোগী প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে প্রতারকদের কাছ থেকে টাকা ফেরত নিয়েছে এবং তাদের দেওয়া ঔষধ ফেরত দিয়েছেন।
ডাঃ এস এম সরওয়ার আরো বলেন, এই প্রতারকদের কাছ থেকে বাঁচার জন্য মিডিয়ার মাধ্যমে রোগীদের ও রোগীর অভিভাবকদের সাবধান করার জন্য এই সংবাদ সম্মেলন। তিনি বলেন, তার ভিডিও, রোগীদের স্বাক্ষাৎকার, বিজ্ঞাপন ও ছবিতে প্রতারক চক্রের মোবাইল নাম্বার ব্যবহার না করার জন্য অনুরোধ জানান। এর পরেও যদি সাবধান না হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান। তিনি আরো উল্লেখ করে বলেন, তারা তিনজন ব্যক্তি গণস্বাস্থ্য হোমিওতে কাজ করতেন। এখন তারা তার কৃতিত্ব দিয়ে কেন তাদের প্রতিষ্ঠান পরিচালনা করবে। তাদের যদি কোন কৃতিত্ব থাকে তাই দিয়ে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করুক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার।
Design & Developed By: ECONOMIC NEWS