সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক

লিটন পাঠান
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

জেলা প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার লক্ষীপুর দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অর্ধ শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৬-এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে জানা গেছে, লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান ও একই গ্রামের বর্তমান ইউপি সদস্য হিরা মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। কিছুদিন আগেও তিন দফায় উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে এর জের ধরে বুধবার সকাল ৯টায় উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষের ঘটনায় লক্ষীপুর গ্রামের আবু ছায়েদের ছেলে জহিরুল ইসলাম নিহত হন।

আহত হন উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ সংঘর্ষের সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উভয়পক্ষের লোকজন পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অবস্থান নিয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে একজনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে উভয়পক্ষের মাঝে পূনরায় উত্তজনা দেখা দেয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শুনেছি একজন লোক মাধবপুর উপজেলা সদর আধুনিক হাসপাতালে  মারা গেছেন। বর্তমানে লক্ষীপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমি নিজেও বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত আছি তিনি বলেন, আমি এবং আমার পুলিশ বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছি যাতে ওই গ্রামে আর কোনো দাঙ্গা-হাঙ্গামা ও খুনের ঘটনা না ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS