পহেলা বৈশাখ-
মোঃ মামুন মোল্যা
চৈত্র কে পিছে ফেলে
এলো ছুটে বৈশাখ,
বাহারি রঙের পোষাক পরে
মেলায় ছোটে বৈরাখ।
পদ্মা,পলাশ,শাপলা মিলে
মেলায় ঘোরে,
পুতুল বাঁশি একতারা কিনবে
চড়কে ঘুরে।
চরম গরমে ঘাম ঝরে ঝর
হাতে নেয় পাখা,
জিলাপি আর খেলনা হাতে
হাটে ডাঙা ফাঁকা।
বুড়ির মেলায় খেলা শুরু
পড়ন্ত বিকালে,
মেঘ করেছে ঝড় ছেড়েছে
ছুটছে সকলে।
লেখা: ১৫-৪-২৩
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply