ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করে ৫০ হাজার কোটি রুপি আয়ের পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, দুই মাসের এই টুর্নামেন্টের টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচারের জন্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে অ্যামাজন, রিলায়েন্স, সনি ইন্ডিয়া ও ওয়াল্ট ডিজনি। এই স্বত্ব বিক্রি করে ৫০ হাজার কোটি রুপিরও বেশি আয় করার পরিকল্পনা করছে বিসিসিআই।
মূলত রেকর্ড সংখ্যক দর্শকদের উপস্থিতির কারণেই এবার চড়া মূল্যে বিক্রি হতে পারে আইপিএলের সম্প্রচার স্বত্ব। গত মৌসুমে ৩৫ কোটি দর্শক আইপিএল উপভোগ করেছেন টিভি ও অনলাইনে। এর ফলেই এবার চড়া মূল্য হাঁকাতে চাইছে বিসিসিআই।
এ প্রসঙ্গে বেটিং সাইট পারিম্যাচের প্রধান অ্যান্টন রুবলিয়েভস্কাই বলেছেন, ‘২৫০ কোটি সমর্থকসহ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খেলা হলো ক্রিকেট। আইপিএল হলো সুপার বোলের মতো। আপনি যদি সেখানে না থাকেন, তাহলে আপনার কোনও অস্তিত্ব নেই।’
সর্বশেষ ২০১৭ সালে আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া। পাঁচ বছরের জন্য তাদের খরচা করতে হয়েছিল ১৬ হাজার ৩৪৮ কোটি রুপি। এর আগে আইপিএলের প্রথম দশ বছরের স্বত্ব ছিল সনির হাতে। নতুন করে গতবারের প্রায় তিনগুণ অঙ্কে আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করার আশা বিসিসিআইয়ের।
লড়াইয়ে থাকা রিলায়েন্সের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছে, ‘জিও প্ল্যাটফর্ম এবং ডিজিটাল ক্ষেত্র বিস্তারের জন্য রিলায়েন্সের যে দীর্ঘকালীন পরিকল্পনা আছে, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিষয়টি। গত কয়েক মাসে ভায়াকম১৮-এ পুরো বিষয়টি হয়েছে। স্প্যানিশ লা লিগার স্বত্ব কেনা, স্পোর্টস চ্যানেল তৈরি করার মতো বিষয়গুলির মাধ্যমে পুরো ক্ষেত্র প্রস্তুত হওয়া হচ্ছে।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply