হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজে আয়া পদে নিয়োগ নিয়ে এক প্রার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। আয়া পদে প্রার্থী মাসুমা অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মোবাইল ফোনে তাকে বাসায় ডেকে নিয়ে ২ লক্ষ টাকা ঘুষ দাবি করছেন।
বিদ্যালয় কর্তৃৃপক্ষ দাবি করছে মাসুমার অভিযোগটি পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক। বিদ্যালয়ের সুনাম নষ্ট করতে ওই প্রার্থী কতিপয় ব্যক্তির প্ররোচনায় এমন কাল্পনিক অভিযোগ করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল্লাহ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সম্প্রতি জগদীশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজে ৫টি পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২ এপ্রিল বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩টি পদে লোক নিয়োগ চুড়ান্ত করা হয়। আয়া ও নৈশ প্রহরী পদে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্ধী প্রার্থীর মধ্যে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় সংখ্যা গরিষ্ট সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত দুই পদে নিয়োগ বাতিল ঘোষণা করা হয়।
কিন্তু আয় পদে প্রার্থী মাসুমা আক্তার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি তার মোবাইল ফোনে গত ২ এপ্রিল ফোন দিয়ে বাসায় নিয়ে ২ লক্ষ টাকা ঘুষ দাবি করে।
কিন্তু উল্লেখিত প্রার্থী নিয়োগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কতিপয় ব্যক্তির প্ররোচনায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply