নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী’র প্রয়াণে গভীর শোক প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি প্রদান করেন।
নেতৃবৃন্দ বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী’র মতো এমন একজন কীর্তিমানের প্রয়াণে মেহনতি মানুষের তথা দেশের অপূরনীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের এক দিশারী ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণমুখী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমৃত্যু কাজ করে গেছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, মুক্তিযুদ্ধকালীন জাফরুল্লাহ চৌধুরীর আবির্ভাব ছিল নাটকীয় ও বীরত্বপূর্ণ। ১৯৭১ সালে বিলেতের অভিজাত প্রতিষ্ঠান থেকে সার্জন হওয়ার সুযোগ ছিঁড়ে ফেলে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে ফেলে মুক্তিযুদ্ধে যোগদানের সেই ঘটনা দেশ-বিদেশে স্মরণীয় হয়ে আছে। রণাঙ্গনে প্রতিষ্ঠা করেন মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। মুক্তিযুদ্ধের ক্রান্তিকালে নিজেকে আবিষ্কার করেছিলেন দেশের একনিষ্ঠ সেবক হিসেবে। তিনিই আবার স্বাধীন দেশে হয়ে উঠলেন স্বাস্থ্যসেবা, নারী প্রগতি, গ্রামমুখী পেশাদারি বিকাশের নায়ক। যুদ্ধকালে তাঁর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্যারামেডিকের ধারণা পরে বিশ্বায়িত হয়। ওষুধ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি আমৃত্যু লড়াই করেন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনেও ডা. জাফরুল্লাহ চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা মহান এই কীর্তিমানের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply