সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মাধবপুরে নির্বাচনী সভায় সৈয়দ মোঃ ফয়সল অঙ্গীকার শিক্ষা স্বাস্থ্য ও উন্নয়ন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ১৬তম দিন চলমান ভৈরবে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও বাটা স্থাপনে মোবাইল কোর্ট পরিচালিত শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ডের আদেশ এবং আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কমিউনিটি ব্যাংক ও হোটেল দ্য কক্স টুডের সঙ্গে ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গায় ডায়রিয়া–নিউমোনিয়ার ব্যাপক প্রকোপ: রোটা ভাইরাসের প্রভাবে বাড়ছে শিশু রোগী ইউনিয়ন ব্যাংক পিএলসিতে প্রশাসক ও সহযোগী প্রশাসক মহোদয়গণের যোগদান ও দায়িত্ব গ্রহণ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি রাশেদ সরওয়ার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

বিশিষ্ট ব্যাংকার রাশেদ সরওয়ার সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

রাশেদ সরওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৯৪ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০০২ সাল থেকে অদ্যবধি শাহ্জালাল ইসলামী ব্যাংকে কর্মরত আছেন। দীর্ঘ ২৮ (আটাশ) বছরের অধিক ব্যাংকিং কর্মজীবনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার ম্যানেজিং ডিরেক্টরস অ্যাওয়ার্ড অর্জনসহ নানাবিধ সম্মাননায় ভূষিত হয়েছেন। তার নেতৃত্বে ব্যাংকের চট্টগ্রাম জোন বিগত বছর ব্যবসা, রিকভারি ও মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করে। তিনি দক্ষিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামের এক সম্ভ্রান্ত ব্যাংকার পরিবারে জন্মগ্রহণ করেন।

রাশেদ সরওয়ার বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্য, সম্পদ-দায় ও তারল্য ব্যবস্থাপনা-সহ ব্যাংকিং ও অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়ে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। ভবিষ্যতে তিনি রপ্তানী বহুমূখীকরণে অর্থায়ন-সহ সিএমএসএমই ও কৃষি বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS