নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ৮ এপ্রিল শনিবার বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনস্থ ভোজন রেস্তোরায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ভাসানী ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু একথা বলেন।
তিনি দেশের বর্তমান রাজনীতি প্রসঙ্গে উপরোক্ত মন্তব্য করে আরো বলেন, কতৃত্ববাদী স্বৈরশাসনের কারণে আজ মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই। দ্রব্য মূল্যের উর্ধ্বগতি মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে।
অন্যদিকে সরকারের ছত্রছায়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রন করছে। এই অসহনীয় অবস্থা থেকে বেরিয়ে আসতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক আহম্মেদ শাকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব, হাবিবুর রহমান রিজু।
এছাড়াও অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যথাক্রমে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দিপক শীল, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশারফ হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ ওমর সানী, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মিলন প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS