জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনিয়া আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০-মার্চ) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া, সিঙ্গার হবিগঞ্জ শো-রুমের ব্যবস্থাপক ফরিদুল হুদা নোমানের স্ত্রী বলে জানা গেছে।
সিঙ্গারের এক কর্মকর্তা জানান, সোনিয়া ও তার স্বামী নোমান মোটরসাইকেলে হবিগঞ্জ শহর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
পথে মাধবপুর এলাকায় চলতি মোটর সাইকেলের পেছনে থাকা সোনিয়া হঠাৎ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নাওয়া হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ এ দুর্ঘটনার খবর পায়নি বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply