নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষা শান্তি প্রগতি। শিক্ষাই জাতি উন্নয়নের মূল শক্তি। শিক্ষা নিয়ে বাচতে চাই, সবার জন্য শিক্ষা চাই। শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। আমাদের পাচটি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা আমাদের অন্যতম মৌলিক অধিকার। আমরা আজ এই স্থানে সমবেত হয়েছি আমাদের একটি দাবি নিয়ে, আর তা হলো রেজিষ্ট্রেশন নবায়নের মাধ্যমে আমাদের পরিক্ষার সুযোগ দেয়া হোক।
আমরা ডিগ্রী ও অনার্স ধারী শিক্ষার্থীবৃন্দ আজ এক করুন মানসিক চাপের মধ্য দিয়ে দিন পার করছি। আমাদের প্রতিটি মূহুর্ত কাটছে এক বিষাদময় যন্ত্রনায়। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষন করতে চাই যে, আমরা ২০১৯ সালে শুরু হওয়া করনায়, আমাদের আত্নীয় স্বজন এবং আপনজনকে হারিয়েছি। আমাদের আর্থিক ও মানসিক অবস্থা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। এমন বিশাল মানব বিপর্জয়কারী মহামারির আঘাতে আমরা পরিবার নিয়ে খুবই কষ্টে আছি। এমতাবস্থায় আমরা পরিক্ষায় অংশগ্রহণ করেও উত্তীর্ণ হতে পারি নাই। এই করনা মহামারিতে ২০২০ সালের এইচএসসি পরিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়েছে এবং অন্যান্যদের সিলেবাস শর্ট করে দিয়েছে।আবার যারা অনার্স ও ডিগ্রী নতুন ভর্তি হয়েছে তাদেরও অটোপাশ দিয়েছে।
কিন্তু আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে কোর্সে F গ্রেড বা অনুপস্থিত আছে এবং যাদের রেজিষ্ট্রেশনের মেয়াদ করনার পরপরই শেষ হয়ে গেল তাদের আর কোন পরিক্ষা দেয়ার সুযোগ দেয় নি জাতীয় বিশ্ববিদ্যালয়। যার কারণে আমরা এত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও অনার্স ও ডিগ্রীর শিক্ষার্থীরা সার্টিফিকেট অর্জন করতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজকে নবায়নের সুযোগ দেয়া হয়েছে, তাহলে আমাদের কেন সুযোগ দেয়া হচ্ছে না? শিক্ষা আমার অধিকার, তাহলে আমরা কেন আর কোন সুযোগ পাব না। মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগানকে আমরা সম্মান জানাই, তিনি শিক্ষার বিস্তারে ব্যাপক কাজ করে যাচ্ছেন।
আমাদের দাবী সমূহ হলোঃ-
১। আমাদের রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ কমপক্ষে ২ বছর বৃদ্ধি করে পরিক্ষার সুযোগ করে দেয়া হোক।
২। আমরা বারবার ভালো পরিক্ষা দেয়ার পরেও আমাদের ফেইল আসে। বোর্ড চ্যালেঞ্জ করলেও ফলাফলের কোন রুপ পরিবর্তন আসে না। আমরা এর সুষ্ঠ প্রতিকার চাই।
৩। আর তা না হলে প্রত্যেক শিক্ষার্থীর যে ক্রেডিট অর্জন হয়েছে সেটা সিজিপএ (CGPA) উল্লেখসহ সার্টিফিকেট প্রদান করা হোক।
৪। ৭ কলেজকে জরিমানা সাপেক্ষে পরিক্ষার সুযোগ দেয়া হয়েছিল। আমরাও জরিমানা প্রদান করে পরিক্ষায় অংশগ্রহণ করতে চাই।
৫। পরিক্ষা নিতে যে টাকা ব্যয় হবে তার সমস্ত টাকা শিক্ষার্থীরা বহন করবে, তবুও যেন আমাদের সুযোগ দেয়া হয়। বার বার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে দেখা করেও আমাদের কোন কাজ হয়নি। তাই আমরা এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি।
আমাদের দাবি রেজিষ্ট্রেশন নবায়নের মাধ্যমে আমাদের পরিক্ষা দেয়ার সুযোগ করে দিয়ে আমাদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যত গড়ে যেন দেশের সেবা করতে পারি সেই ব্যবস্থা করে দিন। আমরা বেশি কিছু চাই না, আমরা এই দেশের নাগরিক, তাই আমাদের সবার আকুল আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের বিষয়টি নিয়ে গুরুত্বতার সাথে বিবেচনা করবেন। হে প্রিয় মাতা, জাতির পিতার একমাত্র সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনি আমাদের একমাত্র আশার দিশারী, আপনি আমাদের দিকে মুখ তুলে তাকান, নইলে আমরা শেষ হয়ে যাব। আমাদের ভবিষ্যত ধ্বংস হয়ে যাবে, আমাদের বাচান। হে মাননীয় শিক্ষামন্ত্রী ড. দিপু মনি আপনি আমাদের ধবংসের হাত থেকে রক্ষা করুন। আমরা শিক্ষা লাভ করে সুনাগরিক হতে চাই। প্রিয় সাংবাদিক ভাইদের শুভেচ্ছা জানাই আপনারা আমাদের কষ্টগুলো বলার সুযোগ করে দিয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply