তুমুল বিতর্কের পরও শেষ পর্যন্ত পুলিশ হত্যা মামলার আসামি, গোপালগঞ্জের রবিউল ইসলামের দুবাইয়ের স্বর্ণের দোকান উদ্বোধন করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে ভয়ংকর অভিযোগ করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
আরাভ জুয়েলার্স নিয়ে নানা সমালোচনার মধ্যেই মঙ্গলবার (১৪ মার্চ) দুবাই পৌঁছান সাকিব আল হাসান। এর এক দিন পর বুধবার রাতে স্বর্ণ ব্যবসায়ী ও বাংলাদেশে পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে সঙ্গে নিয়ে জুয়েলারি দোকানটি উদ্বোধন করেন সাকিব।
এরপর বৃহস্পতিবার (১৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। সেখানে সাকিবের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ভিডিওতে ব্যারিস্টার সুমন বলেন, ‘কিছুদিন আগে আমি সাকিবকে অনুরোধ করেছিলাম, তিনি যেন জুয়ার বিজ্ঞাপনের সঙ্গে সম্পৃক্ত না হন। প্রয়োজনে আমি তিন লাখ টাকাও দিতে চেয়েছিলাম। কিন্তু সাকিব আল হাসান এমন এক ধরনের মানুষ যে, কোনো সমালোচনা সহ্য করতে পারেন না।’
এ বিষয়ে সুমন আরও বলেন, ‘কিছুদিন আগে একটি হোটেলে সাকিবের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাকে দেখি নাই প্রথমে। সে আমাকে দেখে পুলিশ, বিসিবির কর্মকর্তা ও আমেরিকান কিছু লোকজন ছিল, তাদের সামনে মারতে আসছে। পুলিশরা আইসা আমারে বললে যে বাদ দেন ভাই সেলিব্রেটি তার কথা বইলা লাভ নাই এবং আমিও মনে করছিলাম যে সেলিব্রেটি মানুষ তার যদি কিছু অপরাধ করে কার কাছে বিচার দিব তারপরও কোনো কথা আমি বলি নাই।’
স্বর্ণের দোকান উদ্বোধন নিয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘জুয়ার বিজ্ঞাপন থেকে শুরু করে দুবাইতে উদ্বোধন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে, বিদ্বান যদি খারাপ মানুষ হয়, তাহলে তাকে পরিত্যাজ্য। সে যত অভিজ্ঞ হোক, সে যদি মানুষ হিসেবে ভালো না হয়, তাহলে তার ফ্যান হওয়ার সুযোগ নাই।’
সাকিবকে উদ্দেশ্য করে সুমন বলেন, ‘দিনে আট-দশ ঘণ্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে এক ঘণ্টা সময় দিক ভালো মানুষ হতে। আমি দাবি জানাব সরকারের কাছে, তাকে ঠিক করেন, তাকে মানুষ বানান। নাহলে এই ধরনের কাজ সে করতেই থাকবে।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply