জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে লুডু খেলা নিয়ে দুই যুবকের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪-মার্চ) দুপুরে বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান, উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ২০ জন আহত হন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ বলেন, নিশ্চিন্তপুর গ্রামের দুই যুবক মোবাইল ফোনে লুডু খেলেন এক পর্যায়ে ১০০ টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে দুজনের পক্ষ নিয়ে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply