দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক খাজা গোলাম রসুল রাজধানীর গুলশানে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।
রোববার (১২ মার্চ) রাত ১২ টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খাজা গোলাম রসুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পুঁজিবাজারে সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)।
শোক বার্তায় সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী বলেন, গোলাম রসুলের মৃত্যুতে আমরা শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন গোলাম রসুলের পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply