নিজস্ব প্রতিবেদকঃ চাকরি স্থায়ীকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কর্মচারীরা। গত রোববার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশের ১৪টি গ্যাসফিল্ডের ৫ শতাধিক কর্মচারী এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন। আমরণ অনশন পালনেরও হুমকি দিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মচারীরা। তারা প্রধানমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী, বাপেক্সের এমডি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। কোনো সাড়া না পেয়ে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন।
বাপেক্সের অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের কেউ কেউ ৩০ বছর ধরে কাজ করছেন। তারা অনেক অভিজ্ঞ এবং স্ব স্ব গ্যাসক্ষেত্রের সব বিষয় সম্পর্কে তাদের জানাশোনা রয়েছে। কিন্তু একটি চক্র অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্তদের স্থায়ী নিয়োগ না দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ পরিচালনা করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ আন্দোলনকারীদের।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply