রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি-র প্রথম ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৪’ প্রকাশ হরিপুরে কনকনে ঠান্ডায় জনদুর্ভোগ বাড়ছে মাধবপুরে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে নিজেকে শেষ করলেন গৃহবধূ মানবাধিকার ও গণতন্ত্রে নির্ভীক কলম অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান, সুমন খানকে সম্মাননা স্মারক প্রদান ময়মনসিংহ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী রূপগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

অফিসেও দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়ান ইলন মাস্ক!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৭৩ Time View

টুইটার কার্যালয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন সামাজিক যোগাযোগমাধ্যমটির নতুন মালিক ইলন মাস্ক। সেখানে সবসময় ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে ঘোরেন তিনি। সংবাদমাধ্যমকে সম্প্রতি এমনটাই জানিয়েছেন টুইটারের একজন প্রকৌশলী।

টুইটার হেডকোয়ার্টারে ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়ান ইলন মাস্ক। এমনকি তিনি বাথরুমে গেলেও এই দেহরক্ষীরা দাঁড়িয়ে থাকেন দরজায়। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আরেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।

বিবিসিকে টুইটার ও টেসলা প্রধানের দেহরক্ষীদের বর্ণনা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক টুইটারে কর্মরত একজন প্রকৌশলী। লম্বা ও পেশীবহুল চেহারার দেহরক্ষীদের চেহারা অনেকটাই ‘ভয়ানক’ বলে উল্লেখ করেন তিনি। ওই প্রকৌশলীর মতে, ইলন মাস্কের দেহরক্ষীরা যেন উঠে এসেছেন হলিউডের কোনো চলচ্চিত্র থেকে।

বিশ্বের শীর্ষ নির্বাহীদের দেহরক্ষী নিয়ে ঘোরার বিষয়টি নতুন কিছু নয়। করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তার পেছনেও যথেষ্ট অর্থ খরচ করে থাকেন। ২০২৩ সালে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ব্যক্তিগত নিরাপত্তার জন্য এক কোটি ৪০ লাখ ডলার বরাদ্দ করেছে মেটা প্লাটফর্ম।

জানা গেছে, সান ফ্রান্সিসকোতে অবস্থিত সামাজিক যোগাযোগমাধ্যমটির হেডকোয়ার্টারে যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভোগেন ইলন মাস্ক। নতুন কেনা প্রতিষ্ঠানের কর্মীদের খুব একটা বিশ্বাস করেন না তিনি। এ কারণেই টু্ইটার কার্যালয়ে অবস্থানের সময়, এমনকি বাথরুমের দরজাতেও দেহরক্ষীদের দাঁড় করিয়ে রাখেন তিনি।

এ ব্যাপারে ইলন মাস্ক ও টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

অবশ্য নিজের নিরাপত্তার জন্য বেশ খুঁতখুঁতে ইলন মাস্ক। এর আগে নিজের ব্যক্তিগত জেট বিমানের ফ্লাইটের লাইভ লোকেশন প্রকাশ হয়ে পড়ায় তার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছিলেন মাস্ক।

তবে শুধু নিজের জন্যই নয়, পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তার ব্যাপারেও যথেষ্ট সচেতন ইলন মাস্ক। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত তার বাবা এরোল মাস্কের বাড়িতে ২৪ ঘণ্টা সশস্ত্র নিরাপত্তারক্ষীসহ সব ধরনের অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করেছেন মাস্ক। অবশ্য অপরাধপ্রবণ দক্ষিণ আফ্রিকায় তার বাবাকে অপহরণের হুমকি দেয়া হয়েছিল বলে এর আগে খবর প্রকাশ হয় সংবাদমাধ্যমে। যার প্রেক্ষিতে এরোল মাস্কের নিরাপত্তার জন্য শতাধিক নিরাপত্তারক্ষী নিয়োগ দেন মাস্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS