নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার ও মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা প্রদর্শনীর আয়োজন করেছে পাক্ষিক অনন্যা’ ও আমরা নারী”। এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের জীবনাদর্শ, মূল্যবোধ ও মানবিক মানুষ হওয়ার উদ্দেশ্য নিয়ে যৌথভাবে কাজ করছে প্রতিষ্ঠান দু’টি। পরবর্তী প্রজন্মকে সাংস্কৃতিক বিকাশ, মানসিক উন্নয়ন ও আদর্শ মানুষ হিসেবে দেশের সম্পদে পরিণত করাই এই দুই সংগঠনের মূল উদ্দেশ্য।
“অনন্যা” ও আমরা নারী গত রবিবার, ০৫ মার্চ, ২০২৩ তারিখে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অভিটোরিয়ামে এই ধারাবাহিক আয়োজনের প্রথম অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো. জালাল উদ্দিন আকবর, ভাইস প্রিন্সিপাল সেলিম হোসেন (প্রশাসন), মনজুরুল ইসলাম (একাডেমিক)। উপস্থিত ছিলেন মো. ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পুলিশ সুপার, বিশিষ্ট গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হালিদা হানুম আয়তার।
আপনারা অবগত আছেন যে, পাক্ষিক অনন্যা দেশের একটি শীর্ষস্থানীয় নারী পত্রিকা। ১৯৮৮ সাল থেকে প্রকাশিত এই পাক্ষিক ম্যাগাজিনটি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশী নারীর সাথে সংযোগের ভিত্তিতে তৈরি করা হয়েছে। অনন্যা মহিলাদের সমস্যাগুলির পাশাপাশি ফ্যাশন, সৌন্দর্য, সম্পর্ক, স্বাস্থ্য, ক্যারিয়ার, খাবার এবং আরও অনেক কিছুর মতো জীবনধারার বিষয়গুলি সম্পর্কে যোগাযোগ করে।
আমরা নারী সামাজিক সংগঠনটি নারী কল্যান, অলাভজনক এবং সর্বোপরি সমাজকল্যাণের জন্য নারীদের। একটি বিশেষ প্লাটফর্ম ও প্রচেষ্টা। সংগঠনটি নারী অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্য, সংস্কৃতিসহ বিভিন্ন ধরণের সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়নপূর্বক সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়োজিত রয়েছে।
সামাজিক উন্নয়ন এই কার্যক্রমটি সাফল্যমন্ডিত করতে আপনার গঠনমূলক পরামর্শ, দিক নির্দেশনা এ প্রজন্মের ছেলে মেয়েদেরকে নানানভাবে উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে। এই উদ্যোগটিকে আরো সুন্দর ও বেগবান করতে আপনার সংশ্লিষ্টতা এবং সহযোগিতার দৃষ্টি আকর্ষণ করছি। আয়োজনটি সাফল্যমন্ডিত করতে, আপনার সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
Design & Developed By: ECONOMIC NEWS