শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত জুলাই সনদে সকল রাজনৈতিক দলকে অন্তর্ভূক্তির আহবান জানিয়েছে এনসিবি’র চেয়ারম্যান কাজী ছাব্বীর ”জুলাই সনদ” বাংলাদেশের গণতন্ত্র রক্ষার নতুন অধ্যায়: জয়নুল আবদিন ফারুক রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা: চুয়াডাঙ্গায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর লিফলেট বিতরণ ও গণসংযোগ খুলনায় ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা চুয়াডাঙ্গায় দৈনিক কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জুলাই সনদ সই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি জুলাই সনদ সই অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা

বিনা খরচে অর্থ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) একটি প্রকল্পে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 আবেদন করতে লাগছে না কোনো ফি। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এসডিএফ পাঁচ বছর মেয়াদি ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্পে দুই পদে লোকবল নেয়া হবে।

১. পদের নাম: ব্যবস্থাপক (হেলথ অ্যান্ড নিউট্রিশন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমবিবিএস পাস। চিকিৎসক হিসেবে সরকারি/বেসরকারি/অন্য কোনো সংস্থায় ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৫২,০০০-৯১,০০০ টাকা।

২. পদের নাম: জেলা কর্মকর্তা (অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন)
পদসংখ্যা: ২
যোগ্যতা: হিসাববিজ্ঞান/ফিন্যান্স/এমবিএ/এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। হিসাব ব্যবস্থাপনায় তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৫,০৫০-৪৪,১৭৫ টাকা।

যেভাবে আবেদন করতে হবে- আবেদনকারীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ফোন/মুঠোফোন নম্বর, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সব সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদনের বিস্তারিত তথ্য এ ওয়েবসাইটে প্রবেশ করে জেনে নিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
ব্যবস্থাপনা পরিচালক, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ২২/২২, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

আবেদনের শেষ সময় আগামী ২৩ মার্চ ২০২৩ পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS