এবার রাশিয়ার ভেতরে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ মার্চ) সীমান্তবর্তী ব্রায়েনস্ক অঞ্চলে একটি গ্রামে ঢুকে এই হামলা চালায় ইউক্রেন। তবে কিয়েভ অভিযোগ অস্বীকার করে এটিকে ইচ্ছাকৃত উসকানি বলে দাবি করেছে।
চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর পার হলো। এখনও প্রতিদিনই ইউক্রেনের কোনো না কোনো শহরে ঢুকে হামলা চালাচ্ছে রুশ সেনারা। এবার রাশিয়ার ভূখণ্ডে ঢুকে হামলার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে।
ক্রেমলিন জানায়, বৃহস্পতিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী ব্রায়েনস্ক অঞ্চলের একটি গ্রামে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ ঘটনায় একজন মারা গেছেন। তবে, দ্রুত পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনার দাবি করেছে মস্কো। এরইমধ্যে হামলাকারীদের আটক করা হয়েছে।
এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমাদের সেনারা মানুষদের নিরাপত্তায় নিয়োজিত আছে। দনবাসে সন্ত্রাসীরা কয়েকবছর ধরে হামলা চালাচ্ছে। তারা এবার আমাদের ভূখণ্ডে হামলা চালাল। সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এটা পুরোপুরি সন্ত্রাসী হামলা।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক মস্কোর এ দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, রাশিয়ায় হামলা চালানোর গল্পটি ইচ্ছাকৃত উসকানি। অন্য দেশের ওপর হামলা ও যুদ্ধের কারণে দেশটিতে ক্রমবর্ধমান দারিদ্র্যকে ন্যায্যতা দিতে, রাশিয়া তার জনগণকে ভয় দেখাতে চায়।
সূত্রঃ এএফপি
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply