মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

ফিফার পর এবার অস্কার মঞ্চে দীপিকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

ভারতীয়দের একের পর এক গর্বের সাগরে ভাসাচ্ছেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। আন্তর্জাতিক সব ক্ষেত্রেই যেন দিয়ে চলেছেন তার পদচিহ্ন। সবষ আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার মঞ্চে তাকে দেখা গিয়েছিল। এবার তাকে দেখা যাবে সিনেমা জগতের আন্তর্জাতিক পুরস্কার প্রদানের শ্রেষ্ঠ অস্কার মঞ্চে।

১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ মঞ্চে উপস্থাপনার সম্মানজনক গুরু দায়িত্ব মিলেছে দীপিকার ঝুড়িতে।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে অস্কার কর্তৃপক্ষ ঘোষণা করে এবারের মঞ্চে কারা উপস্থাপনার দায়িত্বে থাকবেন। সে উপস্থাপনার দায়িত্বের তালিকায় উঠে এসেছে বলি অভিনেত্রী দীপিকার নাম।

এ তথ্য নিশ্চিত করেছেন দীপিকা নিজেই। অস্কারের মঞ্চ উপস্থাপনার তালিকা তার কাছে আসতেই তিনি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এ আবেগী মুহূর্ত শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা দীপিকার সে তালিকা থেকে জানা যায়, তার সঙ্গে অস্কার মঞ্চ উপস্থাপনায় কাঁপাবেন রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, জেনিফার কনেলি, এরিয়ানা ডিবোস, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল বি. জর্ডান, ট্রয় কোটসুর, জোনাথন মেজরস, মেলিসা ম্যাকার্থি, জেনেলি মোনা, কোয়েস্টলোভ,জো সালডানা ও ডনি ইয়েন।

দীপিকাসহ ১৬ জনের এ তালিকা ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে দীপিকা লিখেছেন,  ‘#oscars#oscars95।’ মুহূর্তেই এ তালিকা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এরই মধ্যে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও তারকাদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বলিউডকন্যা দীপিকা।

ডলবি থিয়েটারে ১২ মার্চ (ভারত ও বাংলাদেশে ১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নানা দিক থেকে ভারতের কাছে বিশেষ হতে চলেছে। কেননা, এবার অস্কার জেতার দৌড়ে ভারতের তিনটি সিনেমা মনোনয়ন পেয়েছে।

আরআরআর সিনেমার গান ‘নাটু নাটু’ দৌড়াচ্ছে সেরা মৌলিক গানের প্রতিযোগিতায়। পাশাপাশি শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম এবং গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ সেরা ডকুমেন্টারি শর্টের জন্য লড়াই করছে। এমন পরিস্থিতিতে দীপিকার এমন সুসংবাদ ভারতীয়দের মনে অনেক আশার আলো তৈরি করেছে আসন্ন অস্কার ঘিরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS