হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ও ফ্যামিলি ডে শ্রীমঙ্গলের লেমন গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ৭টার দিকে প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিলাস বহুল যাত্রীবাহী বাস যাত্রা শুরু করে। শ্রীমঙ্গলের প্রবেশদ্বার চা-য়ের দেশে স্বাগম মুর্যালের সামনে প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর পাল সুমনের স্ত্রীর হাতে তৈরী নারকেলের ফুলি পিঠা দিয়ে সকল সদস্য ও পরিবারের সদস্যদের আপ্যায়িত করা হয়। নাস্তার পর পরই আবারও লেমন গার্ডেনের উদ্দেশ্যে বহনকারী বাস যাত্রা শুরু করে। চা ও প্রাকৃতিক অর্পূব দৃশ্য অবলোকন করতে করতে সদস্যদের রহনকারী বাস সকাল সাড়ে ১০টায় গিয়ে পৌছে গন্তব্যস্থল লেমন গার্ডেনের গেইটে। গেইটে প্রবেশ করেই সবাই যার যার মতো কওে ফটোসেশন, বিভিন্ন রাইট ও সুইমিং পুলে সাতার কাটতে থাকে।
দুপুরের খাবারের পর র্যাফেল ড্র অনুষ্টিত হয় র্যাফেল ড্র’এ বিজয়ী দের মধ্যে একে একে পুরুস্কার তুলে দেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া, সাধারন সম্পাদক সাব্বির হাসান, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকনউদ্দিন লস্কর, শংকর পাল সুমন, সাবেক সভাপতি মহিউদ্দিন আহম্মদ, বর্তমান সহসভাপতি আবুল খায়ের, সুব্রত দেব, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সদস্য মোঃ আইয়ুব খাঁন, আবু নাসের জামাল, সানাউল হক শামীম, কাউসার আহম্মদ, এক্ররামুল আলম লেবু, বিল্লাল হোসেন খাঁন, কে.এম সামসুল হক, রাখাল দে, মাহমুদুল হাসান রনি। বিকালে শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আবারও নীড়ের উদ্দেশ্যে যাত্রা করে সবাই।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply