দেশে ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৬ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৫ অপরিবর্তিত আছে।
উল্লিখিত সময়ে ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৭ হাজার ৮০৮ জন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৬ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭২ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২০ লাখ ১ হাজার ৮৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৩২ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ২৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply