শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

তৃণমূল ঐক্যজোটের আত্মপ্রকাশ

এম এস আই
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ ২৬ ফেব্রুয়ারী রোজ রবিবার, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি হল রুমে নতুন রাজনৈতিক জোট তৃণমূল ঐক্যজোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

তৃণমূল ঐক্যজোট এর শীর্ষ নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ তৃণমূল পার্টির চেয়ারপার্সন তৃণমূল নেত্রী জুলিয়া আক্তার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই তৃণমূল ঐক্যজোটের আত্মপ্রকাশ ঘটলো।

এই জোটের শরীক দলের ভূমিকায় আছে-

  • বাংলাদেশ তৃণমূল পার্টি, চেয়ারপার্সন, জুলিয়া আক্তার।
  • বাংলাদেশ লেবারপার্টি, চেয়ারম্যান, হামদুল্লাহ আল মেহেদী।
  • বাংলাদেশ নাগরিক জোট-বিএনজে, চেয়ারম্যান, এইচ. সিদ্দিকুর রহমান খোরশেদ।
  • বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন, চেয়ারম্যান, মোঃ আশরাফ হাওলাদার।
  • বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী-ননপ্রবাসী কল্যাণ দল, সভাপতি, মোঃ আবু আহম্মেদ ভূঁইয়া ।
  • বাংলাদেশ ট্রাস্ট পার্টি, চেয়ারমান, মোঃ সাদেকুল ইসলাম চৌধুরী।

এছাড়াও নতুন এই জোটের আরও সম্প্রসারণ করা হবে বলে জোট নেত্রী জুলিয়া আক্তার ব্যক্ত করেন।

তৃণমূল ঐক্যজোটের চেয়ারপার্সন জুলিয়া আক্তার বলেন,

• বাংলাদেশ আজ ৫১ বছর পেরিয়েছে। মহান স্বাধীনতার যে প্রত্যয় নিয়ে ১৯৭১ সালে মহান স্বাধীনতাকে অর্জন করেছিলাম আমরা। সেই প্রকৃত কাঙ্খিত স্বাধীনতার স্বাদ এ দেশের মানুষের আজও পর্যন্ত জোটেনি।

• সমৃদ্ধি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে এগিয়ে যাওয়ার যে প্রত্যয় তা আজ কঠিন সংকটে পতিত হয়ে আছে।

• লাগামহীন দুর্নীতি, লুটপাট আরও জবাবদিহিহীন জনপ্রতিনিধির জনশাসন যেন জনশোষন । দেশের সাধারণ নাগরিকরা আজ দিশেহারা হতাশ!

• আমরা গণতন্ত্র চেয়েছিলাম, আমরা ভোটাধিকার চেয়েছিলাম, আমরা সু-শাসনের বাংলাদেশ চেয়েছিলাম। আমরা ১৯৭১ সালের অর্জিত মহান স্বাধীনতার স্বাদ পেতে চেয়েছিলাম। কিন্তু আমরা আজ কি পেয়েছি, চোর আর সিন্ডিকেট, জবাবদিহিহীন সরকার ও প্রশাসন। প্রতিবাদ আজ বন্দুকের নলের দিকে নতুবা বিচার বহির্ভূত কারাগারের কোঠরে।

অধ্যক্ষ মাইন উদ্দীন তাঁর

মা নিলেই

• দেশের নাগরিকদের ভোটাধিকার আজ দেউলিয়া হয়ে গেছে। লাগামহীন দূর্নীতি আর নিত্য পণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে উন্নয়ন আজ প্রশ্নবিদ্ধ।

• মুক্তিযুদ্ধের চেতনার নামে স্বাধীনতা বিরোধীরা আজ মাথাচাড়া দিয়ে উঠছে। এই সরকার জনহীন একটি সরকার। জনস্বার্থহীন সরকারের কাছে জাতি কোন আশার আলো দেখতে পারে না!

• তাই বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে পতিত হয়েছে। জবাবদিহীতাহীন সরকার, ভোটাধিকার হরন, সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার আজ পথে পথে ক্ষুন্ন হয়ে চলছে।

• জাতির এই ক্লান্তি ও সমস্যার উত্তর ঘটাতে তৃণমূল ঐক্যজোট আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার রায়ের মাধ্যমে একটি জবাবদিহি সরকার গঠনের লক্ষ্যে আজ আনুষ্ঠানিক ভাবে তৃণমূল ঐক্যজোটের ঘোষনা করা হলো।

• আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে তৃণমূল ঐক্যজোটকে ৩০০ (তিনশত) আসনে প্রার্থী দিবে। এ লক্ষ্যে জোটের শরীক দলগুলোর সাংগঠনিক জোড়দার করা হবে।

জোট নেত্রী জুলিয়া আক্তার বলেন, গণমাধ্যম এ জাতির সকল সমস্যার উত্তরনে ভূমিকা রেখে আসছে। তাই তৃণমূল ঐক্যজোটের ভোটাধিকার ও সুশাসনে বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসবে এবং ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রইল।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব, আব্দুল্লাহ আল মামুন, বিএনজে’র মহাসচিব মোঃ আবুল বাশার, বাংলাদেশ তৃণমূল পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব, শেখ আসাদুল হক, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তির আন্দোলন এর মহাসচিব মোঃ তোফাজ্জল হক, বাংলাদেশ ট্রাষ্ট পার্টির মহাসচিব মোঃ হারুন-অর-রশিদ, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দল এর মহাসচিব এডভোকেট সাহাবউদ্দিন প্রমূখ ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS