হবিগঞ্জ জেলা প্রতিনিধি: সত্য ও সাহসের সঙ্গে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ শুরু থেকেই প্রকাশ করে এখনও এ ধারা অব্যাহত রেখেছে। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন সৎ ও সাহসী মানুষ। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রপের মাধ্যমে দেশের হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্বাহ করছে।
যমুনা গ্রুপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাধবপুরে যমুনা ইন্ডাষ্ট্রিয়াল পার্ক গড়ে উঠায় এখানকার বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। যুগান্তর পত্রিকা প্রকাশ করে দেশের মিডিয়া অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করে।
যে কারণে যুগান্তর শুরু থেকেই পাঠক প্রিয় হয়ে উঠে, রোববার (১৯-ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মাধবপুর প্রেসক্লাবে যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্করের আয়োজনে যুগান্তরের ২ যুগে পর্দাপন উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন। মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাঃ অলিদ মিয়ার সভাপতিত্বে ও সাব্বির হাসান এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান, বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বজন সমাবেশের আহবায়ক আলমগীর হোসেন টিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর পাল, আলাউদ্দিন আল রনি,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুকুর রহমান মাসুক, সমকাল প্রতিনিধি আইয়ুব খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক কাওসার আহম্মেদ, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী মোঃ মিজানুর রহমান, ডেইলী সানের মাধবপুর প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, প্রেসক্লাবের সহসভাপতি আবুল খায়ের, সুব্রত দেব, যুগ্ম সম্পাদক আলমগীর করিব, সাংবাদিক একরামুল আলম লেবু, রাখাল দে, সাংবাদিক লিটন পাঠান, মাসুদ লস্কর প্রমুখ। এর আগে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রæপের চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনা করে দৈনিক ইনকিলাবের মাধবপুর প্রতিনিধি কে.এম সামছুল হক দোয়া মাহফিল পরিচালনা করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply