বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

সাউথইস্ট ব্যাংকে নতুন ২ উপব্যবস্থাপনা পরিচালক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ মোঃ মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরী কে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছেন।

মোঃ মাছুম উদ্দিন খান এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ সালে অগ্রনী ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বেসিক ব্যাংকে কর্মরত ছিলেন। ২০১৯ সালে সাউথইস্ট ব্যাংকে যোগদান করার আগে তিনি দি সিটি ব্যাংকেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সুদীর্ঘ ২৬ বছরের কর্মময় জীবনে তিনি প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ফরেন ট্রেড, মাইক্রো ক্রেডিট, স্পেশাল এসেট ম্যানেজমেন্ট ইত্যাদি বিভাগের প্রধান হিসাবে এবং শাখা ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষতার সাক্ষর রাখেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতক ও ফাইনান্সে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। তিনি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ এর একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।

আবিদুর রহমান চৌধুরী পদোন্নতির পূর্বে তিনি একই ব্যাংকের প্রিন্সিপাল শাখায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ফ্রাঙ্কফুর্ট স্কুল ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে ঝুঁকি (রিস্ক) ব্যবস্থাপনার একজন প্রত্যয়িত বিশেষজ্ঞ, যিনি একই ব্যাংকের কর্পোরেট শাখার ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে ২৬ বছরেরও বেশি সময় সেবা দিয়েছেন। আবিদুর রহমান ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্টে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। দেশে-বিদেশে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সেমিনারে নিয়মিত অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS