 
																
								
                                    
									
                                 
							
							 
                    সংখ্যালঘু ও কৃষকদের বাড়িঘর ও ফসলি জমি দখল প্রসঙ্গে –
১। ঢাকা জেলার ধামরাই থানা বুরা ইউনিয়ন ৭টি মৌজার হাজার হাজার বিঘা ফসলি জমি জবর দখল কওে বালু ভরাট করছে।
২। জেলে পাড়া মা বোনদের অত্যাচার করে ৮০টি জেলেদের ঘরবাড়ি দখল করে, দুতলা ভবন তৈরি করেছে।
৩। একটি মসজিদের ৩০টি ফলজ গাছ, ওজুখানা ও টয়লেট ভেঙে দখল করেছে ।
৪। ৩টি ইরিধানের প্রজেক্ট ছিল তাহা দখল করে বন্ধ করে দিয়েছে।
৫। এযাবত ৩২টি মিথ্যা মামলা দিয়ে সংখ্যালঘু কৃষকদের জমি ভরাট করেছে।
৬। ভজন রায়কে হাত পা ভেঙে, ঘর বাড়ি ভেঙে, মিথ্যা মামলা দিয়ে জমি দখল করে নিয়ে যায়।
৭। ৩ কি.মি. ৮০ ফিট চওড়া বাধ নির্মাণ করেছে, যাহা সম্পূর্ণ কৃষকের ৩ ফসলি জমি। এতে অবৈধ আকসির নগর, হোমটাউনের ১ ইঞ্চি জমি নাই। এতে হাজার হাজার বিঘা কৃষি জমি জলাবদ্ধতা ও অনাবাদী হয়েছে।
৮। কৃষকদের পাঁচশত বিঘা বালু ভরাটকৃত জমি সহকারী কমিশনার (ভূমি) বুঝিয়ে দিলে রাতের আধারে দালাল তৌহিদ বাহিনি পিলার ভেঙে ফেলে।
৯। অবৈধ আকসির নগর দালাল তৌহিদ ভূমিদস্যুর সাথে কিছু নেতা, কিছু অসত অফিসার ও সন্ত্রাস বাহিনি জড়িত।
১। দালাল তৌহিদ ইসলাম। পিতাঃ শাহ আলম। সাংঃ- ব্যাংক কলোনি। সাভার, ঢাকা।
২। কানা বাবুল, ৩। মাসুদ, ৪। সাকিল, ৫। খোরশেদ, ৬। নাছির, ৭। আবাল, ৮। ফাহাদ, ৯। ফয়সাল,
১০। সোহাগ, ১১ । সুমন, ১২। সাইদুল, ১৩। কালাম সহ আরো অনেকে।
উপরিক্ত বিষয়ে সংখ্যালঘু ও কৃষকদের মিথ্যা মামলা হতে অব্যাহতি ও বাড়িঘর, কৃষি জমি ফেরত চেয়ে ও ভূমিদস্যু সন্ত্রাস বাহিনির গ্রেফতার ও ফাসির দাবি।
আয়োজকঃ সংখ্যালঘু ও কৃষক জনতা। কুল্লা ইউনিয়ন, ধামরাই, ঢাকা।
 
                                 
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply