তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের রেশ না কাটতেই এবার ভূমিকম্প আঘাত হানল ভারতে। দেশটির সিকিম রাজ্যের ইয়ুকসম শহরে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৫ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সিকিমের ইয়ুকসমে আঘাত হানা ভূমিকম্পটির মূল কেন্দ্র বা উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। আর উপকেন্দ্র ছিল ইয়ুকসম শহর থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
এর আগে, রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আসামের নগাঁওতে রিখটার স্কেলে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি বিকেল ৪টা ১৮ মিনিটে রেকর্ড করা হয়েছিল। এর কেন্দ্রস্থল ছিল আসামের নগাঁওয়ের ১০ কিলোমিটার গভীরে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply