জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ৫৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অটোরিক্সা জব্দ গাঁজাসহ গ্রেফতার মাধবপুর থানার তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ শনিবার (১১-ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ সোহাগ মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জব্দ করা হয়েছে গাঁজা পরিবহনে ব্যবহৃত অটোরিক্সা
পুলিশ জানান, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া ফাঁড়ির এসআই অনিক দেবের নেতৃত্বে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রতনপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার সকালে একটি অটোরিক্সা থেকে ৫৬ কেজি গাঁজা সহ সোহাগ মিয়া গ্রেফতার করা হয় ও একটি অটোরিক্সা জব্দ করা হয়।
সোহাগ মিয়া উপজেলার মধ্য বেজুড়া গ্রামের মনু মিয়ার ছেলে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply