শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জুলাই সনদে সকল রাজনৈতিক দলকে অন্তর্ভূক্তির আহবান জানিয়েছে এনসিবি’র চেয়ারম্যান কাজী ছাব্বীর ”জুলাই সনদ” বাংলাদেশের গণতন্ত্র রক্ষার নতুন অধ্যায়: জয়নুল আবদিন ফারুক রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা: চুয়াডাঙ্গায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর লিফলেট বিতরণ ও গণসংযোগ খুলনায় ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা চুয়াডাঙ্গায় দৈনিক কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জুলাই সনদ সই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি জুলাই সনদ সই অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

হিরো আলমের প্রতীক বরাদ্দ, লড়বেন একতারা নিয়ে

নাজমুল হোসেন
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

বগুড়া প্রতিনিধি: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে হিরো আলম হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাঁর করা পৃথক রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মনোনয়নপত্র গ্রহণ এবং তাঁকে প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং কর্মকর্তাকে (জেলা প্রশাসক) নির্দেশ দিয়েছেন।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক পান হিরো আলম। হিরো আলমের উভয় আসনের উপনির্বাচনের প্রতীক ‘একতারা ‘।

প্রতীক পেয়ে দ্যা ইকোনমিক নিউজ টোয়েন্টিফোরকে হিরো আলম বলেন,‘ অনেক লড়াই সংগ্রামের পর নির্বাচন করতে পারছি এটাই বড় সফলতা। আর হিংস নাকি একটি নিবন্ধিত দলের প্রতীক সেজন্য আমরা একতারা নিয়েছি। একতারা নিয়ে এবার লড়বো মাঠে। কাল থেকেই মাঠে প্রচারণা শুরু করবো।’ 

এর আগে আদালতের আদেশে বগুড়ার দুই আসনে নির্বাচনের প্রার্থিতা ফিরে পেয়ে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক বিধানসভার সদস্য হতে পারলে তাঁর জাতীয় সংসদে যাওয়া নিয়ে কেন আপত্তি?’

দুই আসনেই হেভিওয়েট প্রার্থী আছেন, তাঁদের ভিড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কতটুকু সুবিধা করতে পারবেন।জানতে চাইলে হিরো আলম বলেন, ‘নির্বাচন করতে নেমেছি। মাঠে কে দাঁড়াল, কে শক্ত প্রতিদ্বন্দ্বী, এসব ভাবার সময় নেই।’ জয়ের ব্যাপারে আশাবাদ জানান হিরো আলম। 

সংসদ সদস্য নির্বাচিত হলে বগুড়ায় বিমানবন্দর চালুর জন্য সংসদে কথা বলবেন বলেও জানান তিনি। এছাড়া বগুড়া শহরকে সিটি করপোরেশন ঘোষণার দাবি তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

‘পশ্চিমবঙ্গের অনেক অভিনেতা বিধানসভার সদস্য হয়েছেন। রাজনীতি ও অভিনয় একসঙ্গে করছেন। কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক বিধানসভার সদস্য হতে পারলে আমাকে নিয়ে মানুষের এত আপত্তি কেন?’ 

এবারের এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমে।কিন্তু কোন সিসিটিভি’র ব্যবস্থা থাকবে না বলে জানান ইসি রাশেদা সুলতানা। 

এর আগে বিএনপির দলীয় সিদ্ধান্তে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন গেল ১১ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দেন ফলে আসন দুটি শূন্য ঘোষণার পর ১ ফেব্রুয়ারি ইভিএমে ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বগুড়া ৬ আসনে এক মেয়াদে তিন বার ভোট গ্রহণ নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা। 

গেল নির্বাচনে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে এনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম পেয়েছিলেন ৬৩৮ ভোট। সে বার তিনি সিংহ প্রতীকে বগুড়া-৪ আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮১ জন। 

পুরো নাম আশরাফুল আলম সাঈদ হলেও হিরো আলম নামে অধিক পরিচিত। একাধারে সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত। যদিও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় আলোচনায় আসেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS