শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

আইসিএমএবির প্রেসিডেন্ট ও সেক্রেটারি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৪ Time View

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ এবং সেক্রেটারি হয়েছেন একেএম কামরুজ্জামান।

আইসিএমএবি ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত কাউন্সিল সভায় তাকে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম ও ইমতিয়াজ আলম। কোষাধ্যক্ষ হয়েছেন আলী হায়দার চৌধুরী।

নতুন সভাপতি মামুনুর রশিদ আইসিএমএবি’র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বর্তমানে এক্স-ইনডেক্স কোম্পানিজের উপব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলীর সদস্য হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপ্রোটারস অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সহসভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সদস্য।

মামুনুর রশিদ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্র্যাক আড়ং, রহিম আফরোজ, সমিট পাওয়ার লিমিটেড, সেবা ফোন এবং কাজী ফার্মস গ্রুপে বিভিন্ন উচ্চতর পদে দায়িত্ব পালন করেন।

একেএম কামরুজ্জামান লংকাবাংলার ফাইন্যান্স লিমিটেডের জ্যেষ্ঠ সহসভাপতি ও হেড অব অপারেশনস হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২১ সালে আইসিএমএবির কোষাধক্ষ্য এবং ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মনিরুল ইসলাম বর্তমানে এরিস্টোফার্মা লিমিটেডের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ইনস্টিটিউটের ২০২০ সালে সচিব এবং ২০২১ সালে সবসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ফার্মা এইচআর সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্চ অর্গানাইজেশনের পরিচালক।

ইমতিয়াজ আলম ইনফিনিটি গ্রুপ অব কোম্পানিজ ও করপোরেট সার্পোট লিমিটেডের চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আলী হায়দার চৌধুরী আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০২০ সালে আইসিএমএবি’র কোষাধক্ষ্য এবং ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS