বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে আরো ৩ লাখের বেশি শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছে ৮৮৮ মানুষ।
সোমবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বে আক্রান্ত হিসেবে শনাক্ত দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮৬ লাখ ৬৫ হাজার ২৭৫ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৬৬ কোটি ৮৩ লাখ ৩২ হাজার ১২৫ জন। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ১৫০ জন।
সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণ হারিয়েছে ৬৭ লাখ ১৩ হাজার ৭৩০ জন। আগের দিন একই সময় পর্যন্ত প্রাণ হারিয়েছিল ৬৭ লাখ ১২ হাজার ৮৪২ জন। অর্থাৎ ভাইরাসটিতে একদিনে প্রাণ হারিয়েছে ৮৮৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে ৬৩ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ০৪৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৯২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ২১ হাজার ০৯৭ জন মানুষ মারা গেছেন।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৮১ হাজার ১৭০ জন। দেশটিতে তৃতীয় সর্বোচ্চ ৫ লাখ ৩০ হাজার ৭২০ জন প্রাণ হারিয়েছে। তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৯৪ লাখ ০৭ হাজার ৭২৭ জন শনাক্ত হয়েছে ফ্রান্সে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ লাখ ৯৪ হাজার ৯০৯ জন প্রাণ হারিয়েছে ব্রাজিলে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply