মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় নবনির্বাচিত সংসদ সদস্যকে নিয়ে জয়োৎসব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপনকে নিয়ে জয়োৎসব করছেন দলীয় নেতাকর্মীরা। এর আগে অনিয়মের অভিযোগে গত বছরের ১২ অক্টোবর স্থগিত করা হয়েছিল এ উপনির্বাচন।

দীর্ঘ প্রতীক্ষার পর পছন্দের নেতাকে নির্বাচিত করতে পেরে খুশি দলের কর্মীরা। এদিক বিজয়ী হওয়ার পর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নিরন্তর কাজ করবেন বলে জানান মাহমুদ হাসান রিপন।

বুধবার (৪ জানুয়ারি) গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন। এতে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরের পর থেকেই দুই উপজেলার (সাঘাটা ও ফুলছড়ি) নেতাকর্মী ও ভোটাররা তাকে সংবর্ধনা দিচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষার পর পছন্দের নেতাকে নির্বাচিত করতে পেরে কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আশাবাদী তারা।

নিজের জয়কে এ আসনের ভোটারদের উৎসর্গ করে নবনির্বাচিত এমপি বলেন, নদীভাঙন রোধসহ এলাকার জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত সমাধানের চেষ্টা করবেন তিনি।

এর আগে, ২০২২ সালের ২২ জুলাই এ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS