শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভুয়া ও জাল দলিলের মালিকদের বিচারের দাবিতে পাবনার আমিনপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে গৃহবধূকে হত্যায় ২ নারীসহ গ্রেপ্তার ৫ মধ্যপাড়া খনিতে শ্রমিকদের ধর্মঘটে পাথর উত্তোলন বন্ধ হিলি কাস্টমসে রাজস্ব আদায় ৭১৯ কোটি টাকা সংখ্যানুপাতিক নির্বাচন স্বৈরশাসনের পথ সুগম করবে: রিজভী ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা মুরাদনগরে নারী নির্যাতন ও ভিডিও ছড়ানোর নেপথ্যে ‘দুই ভাইয়ের বিরোধ সিরিয়া ও বাংলাদেশে ‘আইএস তহবিলে অর্থ পাঠাত’ গ্রেপ্তার বাংলাদেশিরা মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জড়ানো সেই আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো পুলিশ আজীবন সম্মাননায় ফেরদৌস আরা, হামিদা খানম, হাসনাইন সাজ্জাদী

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায়না যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান ও পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস বলেছেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনও ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না। ঢাকা-ওয়াশিংটনের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) নিউ ইয়র্কের কুইন্স এলাকায় এক রেস্টুরেন্টে তহবিল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গ্রেগরি ডব্লিউ মিকস বলেন, আমরা নিশ্চিত করতে চাই, আমরা বাংলাদেশের বিরুদ্ধে নয়। আমরা এখনও দেশটির সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি।

মিকস একজন প্রখ্যাত আইনজীবী, ১৯৯৮ সাল থেকে তিনি মার্কিন ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি এবং ২০২১ সাল থেকে পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনও অবরোধ আরোপ করছি না। আমরা একটি সংস্থার কতিপয় ব্যক্তির ওপর অবরোধ আরোপ করেছি, সম্পূর্ণ সংস্থার ওপর নয়। আমরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছি।

বাংলাদেশের অভ্যান্তর ও বাইরে থেকে কিছু মানুষ লবিং করছে আরও কর্মকর্তা ও রাজনীতিবিদের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করতে জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের কথায় এটি করব না… এটি সম্ভব না। আমরা সবকিছু খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ নেব।’

মিকস বলেন, মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য ইস্যুগুলো দেখতে তিনি এ বছর বাংলাদেশ সফরে আসবেন। তার আগে আমি স্টেট ডিপার্টমেন্ট এবং এশিয়া-প্যাসিফিক বিষয়ক কংগ্রেস সাব-কমিটির সঙ্গে কথা বলব। প্রয়োজন হলে আমরা বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসে একটি শুনানির আয়োজন করব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS