ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড একটি কাস্টোডিয়াল সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে। গত ২৬ জানুয়ারি প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।
এ চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক নতুন ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড ‘ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ড’ পরিচালনার জন্য ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট-কে কাস্টোডিয়াল সার্ভিস প্রদান করবে।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রিফাত উল্লাহ খান এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এস এম রাশেদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
ব্র্যাক ব্যাংক এর ট্রানজেকশন ব্যাংকিং এর সিনিয়র ম্যানেজার খান মোহাম্মদ ফয়সল ও অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার মো: আজমল হাসান জাহিদ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তানজিম আলমগীর, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ইভিপি অ্যান্ড হেড অব ট্রানজেকশন ব্যাংকিং মো: সেকান্দার-ই-আজম এবং দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply