ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকা দখল করেছে ফরচুন সুজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা ৯.৪৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৮ হাজার ১৭৪ বারে ৮৪ লাখ ৪৬ হাজার ৯৯৩টি শেয়ার লেনদেন করে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এএমসিএল প্রাণ লিমিটেড। আজ কোম্পানিটির দর ২২ টাকা ২০ পয়সা বা ৮.৭১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭৭ টাকা দরে লেনদেন হয়
তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২২ টাকা ২০ পয়সা বা ৮.০৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৯৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্মা এইডস, অ্যাপেক্স ফুডস, লিবরা ইনফিউশন, প্রাইম ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ডারি, বাটা সু ও লিন্ডেবিডি লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply