গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি খ্যাত পরিচালক জেমস গান সুপারম্যানের নতুন একটি গল্প লিখছেন। কিন্তু তাতে সুপারম্যান চরিত্রে দেখা যাবে না জনপ্রিয় অভিনেতা হেনরি ক্যাভিলকে। প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, জেমস গানের লেখা গল্পটি সুপারম্যানের শৈশবের বছরগুলোর ওপর ভিত্তি করে নির্মিত হবে। ডিসি স্টুডিওয়ের ও এর মূল প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ইনকর্পোরেটেডের সঙ্গে একত্রিত হওয়ার পর তাঁরা খরচ কমানোর জন্য অনেকগুলো প্রকল্প থেকে সরে এসেছেন।
এক বিবৃতিতে ক্যাভিলও নিশ্চিত করেছেন তিনি সুপারম্যানের ভূমিকার পুনরাবৃত্তি করবেন না। ক্যাভিল বলেন, ‘সবার জন্যই এটা দুঃখজনক। সুপারম্যান হিসেবে ফিরব না। গত অক্টোবরে আমার ফিরে আসার ঘোষণা দেওয়ার পর খবরটি আমার জন্য মোটেও সহজ নয়, তবে এটিই জীবন।’
২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’-এর মাধ্যমে সুপারম্যান চরিত্রে হেনরি ক্যাভিলের যাত্রা শুরু হয়। সবশেষ ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
সূত্র: বিবিসি
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply