নিজস্ব প্রতিবেদক: লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় রংপুরের মিঠাপুকুর উপজেলার তিনটি ইটভাটা মালিককে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মিঠাপুকুর উপজেলার মেসার্স টিএমবি ব্রিকস, মেসার্স এফআইএফ ব্রিকস এবং সম্রাট ব্রিকস অ্যান্ড সিরামিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা স্থাপন ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় তিন ভাটা মালিককে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘অবৈধ ইটাভাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই জেলা প্রশাসনের নির্দেশে পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্রবিহীন ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। জেলায় অবৈধ ইটভাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক বিজন কুমার রায়সহ র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply