নিজস্ব প্রতিনিধিঃ উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যয়ে সকল কর্মকর্তা গণমাধ্যমের প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ,শিক্ষা প্রতিষ্ঠান ও এন জিও প্রতিনিধি দের সাথে নবাগত হরিপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক মত বিনিময় করেন।
উপজেলা পরিষদ সভাক্ষে সকাল ১০ টা ৩০ মিনিট সময়ে অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় উপিস্থিত বৃন্দ গন নিজ নিজ পরিচয় শেসে নবাগত নির্বাহী অফিসার সব শেসে তাঁর পরিচয় তুলে ধরেন ।
এটি আমার প্রথম উপজেলা নিবাহী অফিসার হিসাবে দায়িত্ব ভার পেয়েছি।আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বিবাহিত ১ সন্তানের জনক ।
সভায় উপিস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান (মুকুল) সভাপতি আওয়ামিলীগ হরিপুর উপজেলা শাখা ,ভাইস চেয়ারম ̈র মোঃ আব্দুল কাইয়ুম (পুষ্প) সহ সভাপতি আওয়ামিলীগ হরিপুর উপজেলা শাখা , এস এম আলমগীর সাধারণ সম্পাদক আওয়ামিলীগ হরিপুর উপজেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, আলহাজ্ব মোঃ আবুতাহের সাধারণ সম্পাদক বি এন পি হরিপুর উপজেলা শাখা, মোঃ সফিকুল আজম চৌধুরী (সুজা) সভাপতি হরিপুর পেধসক্লব, ,মোঃ ইউসুফ আলী সহ সভাপতি হরিপুর পেধসক্লব, , নগেন্দধ রাম দাস সহ সভাপতি হরিপুর পেধসক্লব,মোঃ আব্দুর রশিদ সাধারণ সম্পাদক হরিপুর পেধসক্লব, মোঃ আবুসালেহ মুসা সাংগঠনিক সম্পদক হরিপুর পেধসক্লাব প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply