মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

ফেসবুক লাইভে সাব্বির: কাউকে ধরে দলে আসলে ৩ বছর আগেই আসতাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

সর্বশেষ এশিয়া কাপের আগে হুট করেই দলে নেয়া হয় সাব্বির রহমানকে। পারফর্ম না করেও জাতীয় দলে জায়গা পাওয়ায় নির্বাচকদের ব্যাখ্যাও দিতে হয়েছিল তাকে নিয়ে। যদিও দলে ফিরে নিজেকে প্রমাণ করতে পারেননি সাব্বির।

এশিয়া কাপে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে করেছিলেন মাত্র ৫ রান। এরপরর আরব আমিরাত সফরে ০ ও ১২ রান করেছিলেন। এরপর পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও ব্যর্থ হয়েছেন সাব্বির। এক ম্যাচে ১৪ রান করার পরই ধৈর্য হারিয়েছে ম্যানেজমেন্ট। এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও বাদ দেয়া হয়েছে তাকে।

এদিকে দেশের জাতীয় এক দৈনিকের রিপোর্টের মাধ্যমে জানা যায় সাব্বির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের অনুগ্রহে দলে ঢুকেছিলেন সাব্বির। যদিও নিজের ফেসবুক লাইভে এসে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘আমি যদি ম্যানেজেমেন্টের কারও সঙ্গে কথা বলে জাতীয় দলে ঢুকি তাহলে তিন বছর আগেই ঢুকতাম, এখন ঢুকতাম না। ঢাকা প্রিমিয়ার লিগ ভালো খেলেছি, বাংলাদেশ ‘এ’ দলে ভালো খেলেছি, যেটা বললাম আপনাদের বললাম। সে কারণেই কিন্তু আমি জাতীয় দলে ডাক পেয়েছি, তিন বছর পরে।’

মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক করেছেন সাব্বির। তিনি বলেন, ‘আমাদের দেশের সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল (জাতীয় দৈনিক) সমকাল একটা নিউজ করেছে আমাকে নিয়ে। আমি নাকি বিসিবির কোন একটা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দলে ঢুকেছি। দেখুন, নিউজ করার আগে তথ্য নিয়ে নিউজ করাটা গুরুত্বপূর্ণ। মানুষের ব্যক্তিগত জীবন আছে আর এটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যাচ্ছে।’

সেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন সাব্বির। তার ভাষ্য, ‘দিনশেষে কিন্তু আমার পরিবার এসব নিউজ পড়ে এবং দেখে। ওরা কষ্ট পায়। তো আমি এটার ব্যবস্থা নেবো। ইনশাআল্লাহ সঠিক একটা ব্যবস্থা নেবো উনাদের বিরুদ্ধে, সমকালের বিরুদ্ধে। অবশ্যই নেবো। এতদিন যেহেতু চুপ ছিলাম কিছু বলাও হয়নি। কিন্তু একটা পদক্ষেপ নেয়া উচিত। কারণ এটা আমার ব্যক্তি স্বাধীনতার উপরে আক্রমণ হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS