দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর একটি ছোট শহরে বন্দুকধারীর হামলায় স্থানীয় মেয়রসহ ১৮ জন নিহত হয়েছেন। স্যান মিগেল টোটোলাপান নামের ওই শহরে স্থানীয় সময় দুপুর ২টায় ওই বন্দুকধারী হামলা চালায়। লস টেকুইলেরস নামে একটি গ্রুপকে এ হামলায় অভিযুক্ত করে পুলিশ।
এ হামলায় মেয়র মেনদোজা আলমেদার বাবা, সাবেক মেয়র জুয়ান মেনদোজা অকোস্টাকেও হত্যা করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, হামলার আগে ওই শহরে যাওয়ার রাস্তা বড় গাড়ি দিয়ে আটকে দেওয়া হয় যাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে যেতে না পারেন।
মেক্সিকোর ওই এলাকাটি মাদক কারবারের জন্য কুখ্যাত। একাধিক গ্রুপ ওই এলাকায় মাদক পাচার রুটের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করে।
স্থানীয়দের বরাতে বিবিসি আরও জানিয়েছে, ওই হামলায় ১৮ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply