নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে দলীয় প্রার্থী তিনজন এবং স্বতন্ত্র প্রার্থী ছয়জন। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার কামরুল ইসলাম জানান, গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিকল্প ধারা বাংলাদেশ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র এম এরশাদ, শহিদুল ইসলাম সরকার, সৈয়দ মো. মাহাবুবুর রহমান, সৈয়দ মো. বেলাল হোসেন ইউসুফ।
উপনির্বাচন- প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ, শাহ মো. আবু বকর সিদ্দিক, এইচ
সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলা মিলে এ আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর। ভোট গ্রহণ ১২ অক্টোবর।
-এম এস আই
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply