শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

পিকআপচাপায় নিহত ৬ ভাইয়ের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে পিকআপভ্যানচাপায় একই পরিবারের ছয় ভাইসহ নিহতদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট রুলসহ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডসহ সংশ্লিষ্ট ১১ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে ওই দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্থ পরিবার কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে তা নিরুপণ করে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরীন ও মো. শাহীনুজ্জামান।

গত ৮ ফেব্রুয়ারি গণমাধ্যমে আসা প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারের চকরিয়া উপজেলার হাসিনাপাড়া এলাকায় সুরেশ চন্দ্র সুশীল ১০ দিন আগে মারা গেছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সুরেশের সাত ছেলে ও দুই মেয়ে আজ ভোরে স্থানীয় একটি মন্দিরে যান। সেখান থেকে ৯ ভাইবোন একসঙ্গে বাড়িতে ফিরছিলেন। পথে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে একসঙ্গে চার ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আরও এক ভাইয়ের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। দুর্ঘটনার ১৫ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরেক ভাই রক্তিম সুশীল (৩১) মারা গেছেন।

ওই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী উজ্জল পাল ও জাহিদ হোসেন দোলন রিটটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS