হরিপুর, (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা সদর হতে ৬০ কিলমিটার দক্ষিন-পশচিমে হরিপুর উপজেলা উপজেলা সদর হতে ২০ কিলমিটার উত্তরে যামুন কুমারপাড়া, মাহলীয়া বস্তি, খিরাইচণ্ডি গ্রামে ব্যাপক হারে চিচিংগার আবাদ হয়েছে।মোঃমতিউর রহমান ও মোঃ আজিজুর রহমান দ্বয় তিনি এই এলাকায় /গ্রামের মধ্যে সর্ব প্রথম চিচিংগা আবাদ শুরু করেন ।২০১৩, ইং সালের দিকে অর্থনৈতিক দিকে খুব দুর্বল ছিলাম ছিলনা সেরকম কোন আবাদ যোগ্য জমি অন্নের বর্গা নিয়ে চিচিংগার আবাদ করে আর পিছনে ফিরে তাকাতে হয়নি । আমর চিচিংগার আবাদ দেখে লাভ জনক হওয়ায় এই গ্রামের অনেকেয় চিচিংগা ও লাউ, বিভিন্ন ধরনের কাঁচা সবজী আবাদ করে অনেকে অর্থনৈতিক ভাবে সচ্ছলতা ফিরে পেয়েছে বলে জানালেন। ঐ গ্রমের মোঃ অবাইদুর রহমান, জানালেন যে, আমি এবছর ১ একর, মোঃজুয়েল রানা ৩একর, মোঃ বদরুল ইসলাম ৩৩ শতক আরো অনেকে চিচিংগা আবাদ করেছে ব্যবসায়ী অবাইদুর বলেন আমি এলাকার চিচিংগা ক্রয় করে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকি।
এব্যপারে হরিপুর উপজেলা কৃষিঅফিসার মোঃ রুবেল হুসেন এর সহিত যোগাযোগ করলে প্রতিবেদকে বলেন যে, এই উপজেলায় চিচিংগা আবাদ হয়েছে ২৫ হেক্টর আগামিতে আরো আবাদ বৃদ্ধি পাবে চিচিংগা সবজী একটি অর্থকারী ফসল এই আবাদের জনন্য উৎসাহ দিয়ে আসছি।
_ইউসুফ আলী_
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply