জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, ছোটমনি নিবাস ও চাইল্ড ডে কেয়ার সেন্টারের এক হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছে। উলূম নাহুইস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া সাইদিয়া আরাবিয়া মাদ্রাসা, ঢাকার এমদাদিয়া আরাবিয়া মাদ্রাসা এবং ভবানীপুর গার্লস এতিমখানা ও মাদ্রাসা, গাজীপুর ১৫ আগস্ট ২০২২,। মধ্যাহ্নভোজ শুরুর আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্য ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং বঙ্গবন্ধুর আদর্শ আমাদের হৃদয়ে উজ্জীবিত করার জন্য দোয়া করা হয়। আমাদের জাতীয় জীবনের সকল স্তর। স্ট্যান্ডার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply