হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসন ও ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর যৌথ ভাবে অভিযান চালিয়ে শিশু পার্ক থেকে দুই জন কে গাজা সেবন অবস্থায় গাজা ও গাজা সেবনের কুলকি সহ আটক করে। অতপর ভ্রাম্মমান আদালতের মাধ্যমে তাদের ৬ মাসের জেল ও ১শত টাকা করে জরিমানা করেন উপজেলা সহ কারী কমিসনান (ভূমি) রাকিবুজ্জামান। সাজা প্রাপ্তরা হলো যাদুরানী রংপুরিয়া গ্রামের মৃত রংলাল এর ছেলে শ্রী জয়(২৫) ও হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে আব্দুল মালেক (২৫)।
অপর দিকেঃ ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও উপ পরিদর্শক আজহারুল ইসলামের নেত্রীত্বে ৭ জনের একটি টিম গত রবিবার দনগাও দুবরা বাড়ি গ্রামে অভিযান চালিয়ে আলী জাহান (৪৪)নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। সে ঐ গ্রামের রেজাবুল হক এর ছেলে। তার বাড়ি তল্লাশি করে ৪৭ বোতল ভারতিয় ফেনসিডিল, (যার মূল্য অনুমান এক লক্ষ ১৭ হাজার ৫ শত টাক ) ও বাংলাদেশি নগদ এক লক্ষ ত্রিশ হাজার টাকা উদ্ধার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রনের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার তাকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে ।
_ইউসুফ আলী_
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply