ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে পিকআপ ভ্যানের চাপায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন।শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী। তিনি বলেন, পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।নিহতরা হলেন- চন্ডিপুর গ্রামের করিমুল ও তার ছেলে আরমান।জানা যায়, সন্ধ্যায় পিতা-পুত্র মিলে মোটরসাইকেল যোগে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে পিতা ঘটনাস্থলেই এবং ছেলে পীরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। আহত হয় পয়গাম আলী নামে আরও একজন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply