নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম তেল দেওয়ায় মতিঝিলে করিম অ্যান্ড সনস নামে একটি পেট্রোল পাম্পকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (৬ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন প্রতিষ্ঠানটির ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
এ তথ্য নিশ্চিত করে আব্দুল জব্বার মন্ডল বলেন, অভিযানে দেখা যায়- একটি মেশিনে অকটেন ৪৯০ মিলি এবং অপরটিতে ৫০০ মিলি কম দেওয়া হয়েছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে আমরা ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এসময় ওই দুটি মেশিনে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয় বলেও জানান তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply